Kareena opened her mouth-মুখ খুললেন কারিনা!


WebTv Daily Movies-Bollywood-News

কারিনা কাপুর, বলিউডে রাজত্ব করছেন প্রায় ২১ বছর ধরে। বলিউডের এই হার্টথ্রব নায়িকা বর্তমানে বি-টাউনের রাজা সাইফ আলি খানের পত্নী।

কিছুদিন আগে সাইফ আলি খান বলেছিলেন, ‘তারকা সন্তান হওয়া সত্ত্বেও কেমন ভাবে তিনি নেপোটিজ়মের শিকার হয়েছিলেন। এবার মুখ খুললেন তাঁর স্ত্রী কারিনা কাপুর খান। তবে করিনার সুর সাইফের চেয়ে একটু ভিন্ন।

কারিনা কাপুরের ভাষ্যমতে, তিনি নিজে নেপোটিজ়মের শিকার হয়েছেন এমনটা নয়। বরং ঐতিহ্যবাহী কাপুর পরিবারের কন্যা হওয়ার সুবাদে খানিকটা সুবিধা তো পেয়েছিলেনই। যদিও কাপুর পরিবারে একটা সময়ে বাড়ির মেয়েদের সিনেমায় অভিনয় করা নিয়ে আপত্তি ছিল। করিশ্মা কাপুর প্রথম সেই প্রথা ভেঙেছিলেন, তারপর কারিনা।

কারিনা সরাসরি বলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে ২১ বছর ধরে কাজ করছি। স্বজনপোষণের সুবিধে ব্যবহার করে এত দিন টিকে থাকা যায় না। এমন অনেক তারকা সন্তান আছেন, যাঁরা বিনোদন জগতে সুবিধে করতে পারেননি।’

WebTv Daily Movies-Bollywood-News-2

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে তারকা সন্তানেরা আমজনতার রোষের মুখে পড়েছেন। ট্রোলিংয়ের জন্য সোনাক্ষী, আলিয়া ভাট, সোনম কাপুরেরা ইনস্টাগ্রামে লিমিটেড কমেন্ট করে দিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন করিনা কাপুর খানও। সম্প্রতি তিনি সেই ফিল্টার উঠিয়ে দিয়েছেন।

কারিনার কথায়, ‘স্ট্রাগল আমাকেও করতে হয়েছে। কিন্তু যে পকেটে দশ টাকা নিয়ে সব ছেড়ে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য এসেছে, তার স্ট্রাগলের তুলনায় আমারটা নগণ্য। কিন্তু তাতে আমার অপরাধবোধে ভোগার অর্থ হয় না। আমাদের তৈরি করেছেন দর্শক। তাঁদের জন্যই আমরা স্টার। কেন নেপোটিজ়ম নিয়ে এত শোরগোল হচ্ছে জানি না! একটা সিনেমার, একজন অভিনেতার ভবিষ্যৎ কী হবে, শেষ বলবেন দর্শকই।